img

অল-রাউন্ডার মিচেল মার্শকে সরিয়ে একাদশে পিটার হ্যান্ডসকম্ব। অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে মার্কাস হ্যারিস। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে ৪৫৬ তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ উঠতে চলেছে ভিক্টোরিয়ার এই ওপেনারের মাথায়। এই দুই ছাড়া প্রথম টেস্টের আগেরদিন ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের একাদশ ঘোষনায় তেমন বড় কোনও চমক নেই।

তাহলে সিরিজ শুরুর আগে কি কিছুটা চাপে অস্ট্রেলিয়া? প্রশ্নের উত্তরে পেইনদের কোচ জানাচ্ছেন, ‘প্রথমবার সিরিজ জয়ের সুযোগ ভারতের সামনে। সুযোগটা কাজে লাগাতে লাগাতে চাইবেন মরিয়া কোহলিরা। তাই চাপে থাকবে তারাও।’ এদিকে সিরিজ শুরুর আগেরদিন বর্ডার-গাভাস্কর ট্রফি হাতে ক্যামেরার সামনে পোজ দিলেন দুই দলের অধিনায়ক। সৌজন্য বিনিময় থাকলেও নেপথ্যে যে যুদ্ধের মঞ্চ প্রস্তুত, টের পাচ্ছেন সকলেই।

চূড়ান্ত একাদশ ঘোষণা না করলেও ম্যাচের আগেরদিন ১২ জনের দল ঘোষণা করলেন কোহলিও। একাদশ ঘোষণা করা হবে ম্যাচের ঠিক আগেই।

 

একনজরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লিয়ঁ, জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

একনজরে ১২ জনের ভারতীয় দল:

মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ।

 

এই বিভাগের আরও খবর